ওগো আজকে তোমারি আঙিনার কোলে
মুকুল মেলিল আঁখি!
ধূলির কোলে সে কোথা হ’তে এল
স্বৰ্গ-সুষমা মাখি’!
এনেছে সে শোভা এনেছে গো হাসি,
অঙ্গ ভরিয়া সৌরভরাশি;
তাহারি রূপের মাধুরি হেরিয়া
কুহরি’ উঠিছে পাখী!
ওগো সে এসেছে যে,
তারে আরতি করিয়ে নে;
বনের দুলাল দুয়ারে তোমার
তাহারে লহ গো ডাকি’।
চোখে কত কথা করে ফুটি-ফুটি,
মু’খানিতে কত হাসি লুটোপুটি,
কত ফাগুনের কাহিনী এনেছে,
ওগো, সে শুনিবি না কি?
কিরণ দোলায় সে
মৃদু বায়ুভরে দুলিছে
ঘন পল্লব-সিন্ধু-লহরে
মুকুতার ছবি আকি’!
কত কথা যেন চাহে সে সুধাতে,
কি বারতা যেন এসেছে শুনাতে,
ধুলি-পিঞ্জর খুলি’ কৌতুকে
এসেছে মৌন পাখী।