নীরবতার নিবিড়তা

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে
সুধাস্ নে;
ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে
নিভাস্ নে।
নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে
মূরতি যেন,
তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে
রশ্মি হেন!
(তবু) চাস্‌নে চোখের কোণে তার পানে, আপনারে তুই
বিকাস্ নে!
কঠোর হয় রে করুণ দৃষ্টি, হাসি ঢালে শেষে
গরল-রাশি,
তবু কি পাগল বলিবি ফুটিয়া, ‘ভালোবাসি, ওগো
ভালো যে বাসি!’
(তোবে) মানা করি, ওরে যাস্‌নে, প্রাণের মধুর স্বপন
ঘুচাস্ নে!
নয়নে নয়ন,- হয়েছে মিলন; অঙ্কিত থাক্‌
হৃদয়ে ছবি,
সে হোক প্রাণের পূর্ণিমা রাতি,- মধু সমীরণ,
বিভাত রবি;
(তবু) ক’সনে গো কথা, দিস্‌নে বারতা, ভালোবাসা তুই
জানাস্ নে।