পুষ্প-মেঘ

ওগো শরতের শুক্ল শশী!
কোন্‌ দেশে আজি দৃষ্টি তোমার
কি ভাবে না জানি একেলা বসি’!
তোমার অমল অমেয় অমিয়া
মেঘ-মল্লিকা হ’তেছে জমিয়া,
আমি চেয়ে আছি,-অমৃত-খণ্ড
ভূতলে কখন্‌ পড়িবে খসি’!
দূরে দূরে তারা স্বপনে মিলায়,-
কত ভঙ্গীতে, ছন্দে লীলায়!
নিশিদিশি তারা দেশে দেশে বুঝি
মন্দার-কলি যাম বরষি’!
ওগো নিশীথের মৌন শশী!