জীবন কুস্বপন- জনম ভুল! চলেছি ভেসে ভেসে স্রোতের ফুল যুঝি মরণ সনে,- মরিতে ক্ষণে ক্ষণে, না পাই তল কিবা না পাই কূল! সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের ফসল কবিতা, বিরহ সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন