আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা

আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
বন্ধু, আইলায় না রে।।

অতি সাধের পিরিত বন্ধু রে, ওরে বন্ধু নাই রে যার তুলনায়
দারুণ বিচ্ছেদের জ্বালা আগে তো জানি না রে
বন্ধু, আইলায় না রে।।

গলে মোর কলঙ্কের মালা রে, ওরে বন্ধু কেউ ভালোবাসে না
কুলমান দিয়া কী করিব আমি তোমারে যদি পাই না রে
বন্ধু, আইলায় না রে।।

আবদুল করিম কুলমানহারা রে, ওরে বন্ধু তুমি কি জান না
সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলায় না রে
বন্ধু, আইলায় না রে।।

(বিচ্ছেদ)