দমে দমে পড় জিকির

দমে দমে পড় জিকির
লাইলাহা ইল্লাল্লাহ
নাম ছাড়া দম ছাড় যদি
ঠেকবে হিসাবের বেলা।।

একুল সেকুল দুজাহানে
তরে যাবে নামের গুণে
টের পেয়েছে আশেকগণে
কোন কলে খেলে মৌলা।।

মুর্শিদের আওয়াজের বলে
বালকের ক্বলব খোলে
দমের কোঠায় চাবি দিলে
দেখবে রে নুরের খেলা।।

বন্দি হয়ে মায়াজালে
ভবের জনম যায় বিফলে
বাউল আবদুল করিম বলে
ভরসা মুর্শিদ মৌলা।।

(ভক্তিগীতি)