লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে

লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে
পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
ওগো ভাবী সময় আইছে।।

পাই না আনাজ-তরকারি আকাল পড়ে গেছে
ফলাইয়া সব খাইতে হবে আগের দিন কি আছ গো।।

মাছ মাংসের অভাব ছিল না দিন গেছে পাছে
দুই আনা দুধের সের বাড়িত্‌ আইন্যা দিছে গো।।

দুধ-মাটার অভাব দেখিয়া ঘাসি-ঘি বারইছে
দুই আনার দুধ ছয়-সাত টেকা ভেজাল দিয়া বেচে গো।।

আনারস কমলা লেবুর নামটি মাত্র আছে
আম-কাঁঠালের দামে যেন আগুন লাইগ্যা গেছে গো।।

পিছের খান গনে না মানুষ টেকার তালে নাচে
টেকা-টেকা কইরা মানুষ পাগল হইয়া গেছে গো।।

বাউল আবদুল করিম বলে আর কী হবে পাছে
জীবনে দেখছি না যে আল্লায় দেখাইতাছে গো।।

(আঞ্চলিক)