পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে

পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে।।

শুইলে না আসে নিদ্রা আহার না চায় মনে রে
দিবানিশি পোড়ে অঙ্গ বিচ্ছেদের আগুনে রে
পিপাসী চাতকির মতো তোমারও লাগিয়া রে
পিঞ্জিরা ছাড়িয়া পাখি যাইতে চায় উড়িয়া রে।।

ভ্রমর থাকে ফুলে ফুলে মধুর সন্ধান করে রে
গুন গুন স্বরে গান গায় বাগানে বাগানে রে
মধু পানে তুমি তারে রাখ শান্তি দিয়া রে
আমারে কি কাঁদাবে তুই জনম ভরিয়া রে।।

আমি তোমার তুমি আমার জানিয়াছি মনে রে
নইলে কী আর প্রাণ সঁপিতাম তোমারই চরণে রে
পাগল আবদুল করিম বলে তুমি আমার হইয়া রে
পোড়া প্রাণে দাও না শান্তি একবার দেখা দিয়া রে।।

(বিচ্ছেদ)