দুই প্রেক্ষিত

(তাহের, সুকুমার ও আরিফকে)

ঈর্ষা আর আকাঙ্ক্ষাগুলো,
কেমন সুন্দর থরে থরে, শহরে
প্রতি ভাঁজে জড়ানো বিজ্ঞাপনে
ছোট ছোট খেলনার মত বাড়িঘরদোরজানলার
রঙে, জোড়ায় জোড়ায় আলিঙ্গনে,
নীল হলুদ ফুর্তিবাজ পাখিদের আনন্দগুলো
তরুণ-তরুণীর চোখে, উৎসবে, বর্ণালী বালবে
ত্রিলোকের অন্ধকারে সকল আঙুর ক্ষেতে
একটি উজ্জ্বল বড় মুদ্রা জ্যোতিচক্রের মত ঘিরেছে জীবনকে;

কিন্তু আরো বড়ো প্রেক্ষিতের আঁধারে বাতি জ্বলে :
গোপনচারী ক’একটি অজ্ঞাত হৃদয়, -আয়ুর অনলে।।