প্রত্যুত্তর

একজন চিত্রকর সাতদিন
ঘরের ভেতর খুব একা
কাটিয়ে বিকেলবেলা সারসের
মতো ধবধবে
পোশাক চাপিয়ে গায়ে
বেরুলেন শহুরে রাস্তায়।
হঠাৎ কোত্থেকে এক অসিত
কুকুর এসে ইস্ত্রি
করা পাজামাটা ক্ষিপ্র ভিজিয়ে
পালায় দৌড়ে আর
একজন বদখৎ লোক কাদার
কলঙ্ক লেপে
দিয়ে শিল্পীটির পাঞ্জাবিতে
হেসে ওঠে, মজা লোটে
ইয়ার বক্সির সঙ্গে। উদাসীন
চিত্রকর একা
ধীর স্থির হেঁটে যান। কেউ
কেউ তার দিকে চেয়ে
সহানুভূতির আভা ছড়িয়ে
দিলেন। কেউ কেউ
তাকে বেশ উত্তেজিত ক’রে
তোলার মশলা কিছু
জোগান দেয়ায় চেষ্টাশীল।
কাউকে কিছু না ব’লে
তিনি ঘরে ফিরে দোরে খিল
এঁটে চৈত্র পূর্ণিমার
মতো নগ্নতায় জ্ব’লে
ক্যানভাসে সৌন্দর্য আঁকেন।

১৮.৩.৯৩