মেঘলা আকাশের নীচে দু’জন স্টুপিড বসে আছে
পুকুরের ধারে সবুজ মাটির মধ্যে
যখন রোদ উঠবে
তখন ওদের কিন্নর কিন্নরীর মতো দেখাবে
কিন্তু আজ আর সুর্যের আশা নেই
রোদ উঠবে, চারদিক ঝলমল করে উঠবে
সেই আগামীকাল সকালে
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য
স্টুপিডদের হবে না।