মর্মে আমার

মর্মে আমার মন মরেছে
মন-ময়ূরী জানছো নাকি
পিযূষ পাড়ায়
ঘুরছে ফিরে নির্জনতা
ভবঘুরে বলছে লোকে
মিথ্যে লোকে পাগল সাজায়
এ ভোর ঘুরে সন্ধ্যা নামে
হঠাৎ যেন কাহার খোঁজে
বলছে দেখো রাতের আঁধার
খনির আঁধার
মাপছে দেখো বিশালতা
নিজের খোঁজে চাঁদটা দেখো
বাড়বে আবার প্রেমিক ছায়ায়
মর্মে আমার মন মরেছে, প্রেমের ধারায়।