আত্মচরিত

ঈশ্বরে বিশ্বাস নেই
প্রকৃতিকে মুগ্ধ চোখে দেখি
প্রগতির হাত ধরে যতটা এগােই
সমাজের কূটচাল আমার আস্তিন ধরে
ক্রমশ পেছনে টানে।
ইচ্ছে করে মধ্যরাতে সারাটা শহরে জুড়ে হাঁটি
একলা কোথাও বসে কাঁদি।

ঈশ্বরে বিশ্বাস নেই।
ঘরে ঘরে ধর্মবাদীরা গােপনে শ্রেণীভাগ করে
মানুষের মধ্য থেকে ভাগ করে রাখে নারী।
আমিও বিভক্ত হই
মানুষের অধিকার থেকে আমিও বঞ্চিত হই।
শ্রেণীশােষণের কথা বলে জোর হাততালি পায়
তুখােড় রাজনীতিক,
কৌশলে লুকিয়ে রাখে নারীশােষণের যাবতীয় শব্দাবলী
ওইসব ঢের চরিত্রওয়ালাদের আমি চিনি।

গােটা পৃথিবীতে ধর্ম তার বিছিয়েছে আঠারাে আঙুল,
একা আস্ফালন করে কত আর ভাঙা যায় হাড়
কত আর ছেঁড়া যায় বৈষম্যের সুদূর-বিস্তৃত জাল!