দূরে কোথাও

মানুষের স্যাঁতসেঁতে ভিড়, হুড়োহুড়ি থেকে
আমি একটি একা বৃক্ষের পাশে দাঁড়াতে ভালবাসি।
শ্বাপদ ও মানুষের হুল্লোড়, চিৎকার থেকে
আমি একটি একলা নদীর পাশে দাঁড়াতে ভালবাসি।

আমি অরণ্য খুঁজতে খুঁজতে সেই কবে থেকে
অরণ্য খুঁজতে খুঁজতে একটি উদ্যানের ভেতর পথ হারিয়েছি।
শুধু রংচঙে ফুল, ছাটা ঝােপ, ন্যাড়ামাথা, অর্ধাঙ্গ উপুড় করা বনস্পতি।

কতদিন হল আমি মন খুলে কাঁদতে পারি না
একটি একলা মানুষ না পেলে কেউ কাঁদে কী করে?