ভালোবাসা মিথ্যা বলে না

ভালোবাসা, আর যাই-ই করো
আমার সঙ্গে ট্রিকস করো না
আমার দুর্বলতাকে আর লাটিমের লেত্তিতে পেঁচিও না
টান দিও না ঘূর্ণন পৃথিবীকে
হায় চন্দ্রাণী ভালোবাসা-
ছলনার সমস্ত ছিদ্রগুলো যদি তুমি পূর্ণিমাতে নিয়ে যাও
তবু তাকে আমি অমাবস্যা বলবো শতবার।

ভালোবাসা কখনো মিথ্যা বলে না- চাতুরি জানে না
ভালোবাসা মিথ্যা বললে মরে যায়
-শুধু গল্প বলে, গল্প শোনে, গল্প জানায়
অর্থহীন মানুষ ভালোবাসার দুয়ারে গেলে
জানালা দিয়ে পালায়
এই নির্মম সত্যকেও ভালোবাসা থেকে থেকে অস্বীকার করে
পায়ে পায়ে বসত-পাতার ছাউনি গড়ে
পেটে ডাল-ভাত মুঠো টানে।

থাকলে ভালো, না থাকলে আরো ভালো
এ কথা যদি ভালোবাসার প্রসঙ্গে বলি
তবে পৃথিবীতে মানুষ কেন বাগান গড়ে
যদি বলো গরীবের কি বাগান লাগে, গন্ধ লাগে ভালোবাসার?
আমি বলবো সবটাই তোমার জন্যে ভালোবাসা
ধন আর নির্ধন, ছোট-বড় সবই সময়ের দ্বন্দ্ব, ওঠানামা
ভালোবাসার ঈশ্বর তাও তোমাদের জানা
কে কিউপিড, কেই-বা মদন?
ভালোবাসার কাছে শুধু অন্ধজন, শাদা-ছড়ি
যদি ট্রিকস করো তবে বলো মৃতজন, বোল হরি।