সাইবার স্পেসে একা

[আমেরিকার ২৬ বছরের এক নিঃসঙ্গ যুবক মিচ ম্যাডজ সাইবার স্পেসে প্রেমিকা খুঁজতে গিয়ে নিজের নাম পাল্টে হয়েছেন ডটকমগাই। কবিতাটি সেই নিঃসঙ্গ মিচ ম্যাডজকে নিবেদিত]

একজন নিঃসঙ্গ যুবকের সব ব্যথা বুকে নিয়ে
এবার এসেছি আমি সাইবার স্পেসে
তোমাকে খুঁজতে হে ডটকমগার্ল
এতোদিন ছিলাম আমি কাদা-জলে চণ্ডীদাস
নিরন্ধ্র রজকিনী তালাস
কত যুগে এক যুগ?
অপেক্ষার এখনো অনেক বাকী।

তবু অপেক্ষা গতির তোড়ে, ছিটকে এনেছে
আমাকে ল্যাপটপ কম্পিউটারে
আজ আমি চণ্ডীদাস হয়েছি ডটকমগাই
চিরন্তন রজকিনী, তুমি ডটকমগার্ল।

সাইবার স্পেসে আমি একা
অনলাইনে খুঁজি শুধু অদেখা সুন্দরের ভাষা
যেন দেখি তাকে শব্দে বর্ণে অদেখা ভালোবাসার ধ্বনিগুঞ্জরণ
ও আমার ডটকমগার্ল,
ভালোবাসার বার্তা নিয়ে তুমি কি আসবে সহসা?
সচকিত আমিও ভালোবাসায় একা,
একটি বছরের সময়-বন্দী জীবন নিয়ে
কি করে খুঁজবো আমি তোমাকে বিশ্বময়?
আমার কাম-তৃষ্ণার বেপথু শরীরী আহ্বান ছেড়ে
কেন আমি আজ ওয়েভ-লাভ সেন্টারে গেলাম?
হে ডটকমগার্ল, আমার জাগতিক ভালোবাসার মোহ
মৃত্তিকালগ্ন আর নেই,
তাই সাইবার স্পেসে শব্দ-রতির বন্ধনে আজ তোমার মূর্তি গড়া।