দাঁড়ানোর সহজ ভঙ্গিমা

কোথায় এসে থামবে বলো হে আমার স্রোতস্বিনী
জমে যাওয়া পাহাড়-দুঃখ ছুঁয়ে ছুঁয়ে
তুমি কি দাঁড়াবে এখন?
ভরা আবেগের স্রোতে গড়ানো পাথর
তুমি কোথায় এসে থামবে বলো?
নদী তীরে না নদীর গভীরতম বুকে
দাঁড়াতে দাঁড়াতে তুমি কি ফের পাহাড় হবে?

পাহাড় কখনো প্রেমের উৎকৃষ্ট উপমা নয়
প্রেম অনড় পাহাড়কেও ডিঙিয়ে যায়
অনেক কাঠ-খড়, চড়াই-উৎরাই
এভাবে প্রেম এসে তার অভিজ্ঞ শিশু
হাঁটি হাঁটি পা পা, এক সাথে দুই পা
সঠিক উচ্ছাসে একদিন দাড়িয়ে যায়
পাহাড়ের মুখোমুখি, যদিও পাহাড় তার
ইচ্ছার উচ্চতার চেয়ে অনেক খাটো, তবুও
পাহাড়ের পাশ দিয়ে নদী বয়ে যায়।

তাই পাহাড় আর পাথরকে সামনে রেখে
নদী তার মানুষের প্রেম, চলা এবং দাঁড়ানোর
সহজ ভঙ্গিমা শিখিয়ে দেয়।