দুহুঁ, দুহুঁ

তোমার কাছে যাই সে কিসের টানে
মনকে ছেড়ে শরীর খোঁজার মানে
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ

যে ডাকেতেই আসতে বলো আসি
হয়েছি তোমার প্রেমের আদিবাসী
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ

কি করে যে ভুলতে পারি বলো
তুমি না হয় আপন মনে চলো
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ

তোমার ঘাটে জল খেয়েছি শত
আর্সেনিকের নোটিশ ছিলো কতো
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ

ভালো-মন্দের হিসাব কষো তুমি
আমার দুপুর বে-হিসাবের ভূমি
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ

এক তারেতে হয় না জীবন বীণ
তোমার কাছে আমার সুরের ঋণ
বেশ বুঝেছি দুহুঁ, দুহুঁ