হৃদয়-ভান্তে

পড়েছি এ কোন কঠিন প্রেমের ভানে
হৃদয়-ভান্তে বুঝলল কি করে এ যে সত্যের মানে?
তবুও ভানকে জেনেছি প্রেমের মান
গোপনে কেঁদেছি দিন ভেঙে রাত আধখান
এভাবে চলার পথে শুধু ভানুমতী
জীবন দেখায় আমাকে রঙিন ক্ষতি
প্রাণদণ্ডের সাহসে বেড়েছে প্রেম
প্রেমের সড়কে ভাসছে ট্রাফিক জ্যাম।

এ প্রেম আমার ভণিতা গড়ার সখা
তৃষ্ণায় যতো বুক ফেটে যাক জল পাবে না চখা
তবু যে আমি মরুভূমি নিয়ে কবি
‘মরীচিকা সেন’ দেখে যাই নিরবধি।