হুক

সিলিংয়ের একটি নিঃসঙ্গ হুক
আত্মহত্যার বাহক খোঁজে
পঁচিশ বছর ধরে
আমি তার ছায়া দেখি
একাকিত্বের আলো দেখি
মরচে পড়ার রঙ দেখি
সময়-অসময়ে চোখের ইশারা দেখি
সিলিংয়ে আশ্রয় নেয়া
কীট-পতঙ্গেরা
আজ-অব্দি বেশ আছে, তাকে ঘিরে
যদিও হুকের অনড়, স্থবির আস্থা
তবুও তার বন্ধু চাই- ঝুলন্ত সঙ্গী এক
আত্মহত্যার অসীম মনোবলের প্রেমিক
অন্যথায় এ জীবনের অর্থবহতা
নিঃসঙ্গতার শক্র সামিল।