কবিতা চিত্রাঙ্গদা

শব্দের কাঁচুলি পরা পুরুষের বুকে
আমাদের কবিতারা কবিতাকে ডাকে
টগবগে ভরপুর তাড়ির আবেগে
কবিতা এগিয়ে যায় অজন্মা বেহাগে
নয় নারী নয় পুরুষ এমন আকৃতি
কবিতা প্রতীক যেমন ফলন দুর্গতি
পঙ্‌ক্তির কাঁচুলি কেন পুরুষ শরীরে
অঙ্গ-রস রঙ্গে মাখে বিপন্ন বিহারে
এ-কোন প্রার্থিত রাজ রাজরানী বেশে
রাজ্য শাসে হুঙ্কারে কাঁচুলি আবেশে
প্রজনন থেমে যায় প্রজারা চিন্তন
মৃত্যু আসে অমেয় জন্ম সনাতন

প্রজারা দিলেন ঢেঁড়া চায় সেই নারী
কবিতা চিত্রাঙ্গদা- শৌর্য বীর্যধারী