পঙ্‌ক্তিভোজ

প্রথমে মুখমণ্ডলের দিকে না তাকিয়ে
চরণের দিকে দৃষ্টি রাখার কু-অভ্যাস
বড়ই কুশ্রী, বড়ই বিকৃত রুচি
ধরা যাক নিবিড় নষ্টামি
ভণ্ডামি প্রেমের নামে, নিমগ্নগামিতার সিঁড়ি।
তবুও এ দৃষ্টিপাত মজ্জাগত শিরার সৌন্দর্য
নারীর বৈশিষ্ট্য খোঁজার দৃষ্টি প্রক্ষেপণ
চরণে কমল পাপড়ি ছোঁয়ার আবেশ
কবিতার পরম পঙ্‌ক্তিভোজের রেশ
টুকটুকে লাল আলতার চুম্বন, পদচ্ছাপ-
বুকে নেয়ার আকুতি
অনুভূতির শতদল সৃষ্টির একান্ত গুলজার
আমারই, শুধু আমার।