পুনর্নির্মাণ

বার বার তোমাকে নতুন করে চিনতে হয়
যে চেনা অধ্যায় থেকে তোমাকে চিনতে চাই
আবার নতুন অন্য এক অধ্যায় এসে আমাকে চেনায়
সপ্ত-বর্ণের মাঝে কয়টি বর্ণ আজ আমাকে চায়
তাও বলে দিতে পারি না এ জীবনের অপার বিষাদে
ভালোবাসায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না
অবহেলায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না
ঘৃণায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না
এই অচেনা থাকার নাম কি তবে ভালোবাসা
এই অচেনা থাকার নাম কি তবে ঘৃণা
এই অচেনা থাকার নাম কি তবে অবহেলা?
আমার ভালোবাসা, অবহেলা এবং ঘৃণা
কোনোটারই অপেক্ষা করো না তুমি
শুধু অখণ্ড উপেক্ষা করে গেছো কাল-নিরবধি
আমার আবেগের সকল মহিমাকে
অনুভূতির গোপন রেণু-গুঞ্জনকে
যেন জীবনানন্দের কবিতায় বয়ে নিয়ে যাও
অচেনা এক মানসের কাছে কি তার রূপের গোধূলিতে কেন
এই গোধূলির চারপাশে তোমার প্রকৃতি
কেন তোমার ‘অনেক’ শব্দটির পেছনে খালি পায়ে হাঁটি
কেন কাঁকরের পথে পথে ভাগ্যের অপরূপ পাথর খণ্ড খুঁজি
এ বুঝি চিরায়ত সত্যের কাছে তোমার মূর্তি গড়া
পুনরায় ভেঙে ফেলে তোমাকেই ফের নির্মাণ করা?