রঙধনু-ওড়না

আকাশের প্রশস্ত বুক নিয়ে, স্কার্ট-নীলে
তুমি পরে আছে এক রঙধনু ওড়না
যেন রঙের কারুকাজ দেখে
শান্ত এ বিকেলে শিল্পী যুবক কোনো
কাছে আসে,
ছুঁতে চায় তোমার রঙের একান্ত নির্জন!
মেঘ আর বৃষ্টিকাটা তুমি রঙধনু
মৃদু-মধুর রোদুরে উপস্থিতি তোমার
মেঘ অনুতাপে
বৃষ্টি অনুতাপে
যেন মাটি ছুঁয়ে আছো দূর- দূরে
অপরূপ দৃশ্য হয়ে মায়াবী প্রকৃতির বেশে।