সুই-সুতো প্রাণ

তোমার জন্যে এফোঁড়-ওফোঁড় কাঁথায় সুতোমুখী
তোমার জন্যে হৃদয়-কাঁথায় নক্সী ব্যথা আঁকি
তোমার প্রেম যে উঁকি-ঝুঁকি কথার ফোঁড়ে চলে
উঁকি-ঝুঁকির মাঝেও কেমন বুনন কথা বলে
প্রেম যে আমার বুনন প্রথায় বাবুই-এ বিশ্বাসী
দীর্ঘ ফোঁড়ের কাথার ঢেউ-এ হয় যে সুঁই নদী।

সুঁই-নদীরই বাকে আমার রয়েছে হৃদয়নগর
নক্সা আঁকা দুঃখ আমার সুতোতে বন্দিনী
সুতো বন্দী, সুতো সন্ধি সুতোই পরম কাঁথা
সুই-দরদে হৃদয় ফেঁড়ে সাজায় চরণ গাঁথা
আমরা দু’জন সুঁই-সুতো প্রাণ বুনি রঙিন ব্যথা।