সূর্য-কুসুম, ডিম্ব-কুসুম

সন্ধ্যার সূর্য নামে সুঢৌল পিরিচে
যেন বৈকালিক দৃশ্য-ভোজর আয়োজন
প্রকৃতিচারীর একান্ত সেগুন-টেবিলে
সূর্য-কুসুম, ডিম্ব-কুসুম নিয়ে
অন্ধকার পাকস্থলী করে জলযোগ
কেন কলির ক্লান্ত পর্যটক
সাজায় অস্তগামী সূর্যের তালিকা,
খাদ্যের সুষম বণ্টনে
সূর্যকে ভাবে ডিমের কুসুম,
আর কুসুম-বাইরের স্বচ্ছতাকে
কেন ভাবে তরল জ্যোৎস্না-সর?

উদয়াস্তের অভ্যন্তরে কবির দুচোখ
ডিম্ব-খোলসে ভাসে জ্যোৎস্না-রূপ
পাটে বসা সূর্য-রূপ
বোনে দৃশ্য-বীজ, ক্র্যাক-খোলসের রঙ
দৃশ্যাঙ্কুরে সূর্য-রূপ
সূর্য-কুসুম, ডিম্ব-কুসুম আসে
রূপান্তরে আসে কবির চিত্রিত ভ্রমণ।