ভ্যান গগ- তোমাকে

তোমার হুকুমে আছি
হিম্মতকেও রেখেছি তাজা নাশপাতির রঙে
বাধ্য বালক এবার মন-মল্লিকা ফোটাবে তোমার পদ্ম-করতল।
এই পৃথিবীর ফুসফুসেরই মতো
রুটিতে লাগাবে রক্তাভ জেলি, হৃদয় ক্ষরণের মতো
প্রেমাস্বাদু মাখন।

তোমার অনুগত সময়ের ত্রিকোণ টেবিলে
এখনো আসেনি ভোরের স্বাস্থ্যপায়ী নাস্তা, পছন্দ মাফিক
কোনো শুদ্ধ প্রেমিকের একজোড়া চোখ
শাদা পিরিচের বুকে যেন ব্যথিত ডিমপোচ
তোমার অহংকারের মতো সাজানো কাটা-চামচ
রূপোর টাকার স্লাইসে গাথবে তার সরল শস্য-মুদ্রা
কোনো পছন্দ মানবের কাটা মুণ্ডের থালা থেকে
উঠে আসবে কেমন মগজঘন প্রকৃতির দুগ্ধজাত খিরসার আভা
মাংসের পাত্রে কেমন ঘনিষ্ঠ শরীরের স্বাদ? ঠিকঠাক
আছে কিনা তার কোঁকড়ানো চুলের সালাদ।

এবার পরিপূর্ণ উপভোগ শেষে ভালোবাসার পাঁচটি আঙুল
ডোবাবে উত্তপ্ত রক্তের ফিংগার বোলে
তোমার অনুগত নবীন বালক এসে
পুনরায় তুলে দেবে হাত থেকে খসে যাওয়া
মমতার মতো সোনালী টাওয়েল।
তবুও একটি কর্তিত কানের শোভন অস্তিত্বের উপহার
আসবে তোমার প্রযত্নে, কোনো এক ভ্যান-গদের ঠিকানা হয়ে।