গোধূলি সন্ধ্যার সুর

গোধূলি, সন্ধ্যার সুর মিশে গেছে, আর জাফরানের
লাবণ্য, সুরভি শেষ ফাল্গুনের তারুণ্যের সাথে,
মেলে না নিশানা কোন মুহূর্তের শিল্পীর, শিল্পের;
প্রাণের সঞ্চয় তবু খোঁজে মন রাত্রির বাসাতে।
শাহী দৌলতের চিহ্ন অরক্ষিত, সে আজ কুড়ায়
সময়ের উপহাস,- বিবর্ণ, কঙ্কালসার দেহে,
দত্ত, অহমিকা যত লেখা ছিল মিনার চূড়ায়
মিলায়েছে সব তার- অন্ধকার মরণের গেহে।

জেগে আছে নির্নিমেষ শুধু এক অন্তহীন কাল,
সুনিপুণ দৃষ্টি মেলে করে যায় যে মূল্য-বিচার,
ইঙ্গিতে লুটায় যার বনস্পতি অরণ্যে বিশাল;
সামান্য তৃণের সাথে ভাগ্যলিপি লেখা হয় তার।
আশ্চর্য এ মাঠে তবু শুনি আজও সেইসব নাম
কালের বিচারে যারা মূল্যবান কিম্বা পেল দাম।।