সন্ধ্যাতারা

আমার গোধূলি স্বপ্নে আছো তুমি অযুত বৎসর,
নিঃসঙ্গ সন্ধ্যার তারা জেগে আছো নিভৃতে একাকী!
যখন রাত্রির তীরে ফিরে যায় নীড়ে শ্রান্ত পাখী
তখন তোমাকে দেখে ঘন বন, সমুদ্র প্রান্তর।
আশ্চর্য বিভায় দীপ্ত কে জেনেছে তোমার খবর
অচেনা রহস্যময়ী; তবু আমি স্বপ্নছবি আঁকি
মেঘের নেকাব এসে ঢেকে ফেলে সমুজ্জ্বল আঁখি
(রহস্যের অন্তরালে জাগো একা নিঃসঙ্গ বাসর)।

রাঙা দুল্হিন তুমি ছুঁয়ে আছো আকাশ কিনার
উজ্জ্বল পরীর মত (বেশর হয় না প্রয়োজন),
অথবা আতশী রূপে পেয়েছো সে সৌন্দর্য সম্ভার
অম্লান, অক্ষয় হ’য়ে ঘিরেছে যা মানুষের মন;
হাজার শতাব্দী যাবে পথ চেয়ে এ ভাবে তোমার
একান্তে প্রতীক্ষমানা (বক্ষে নিয়ে বহ্নি অসহন)।।