রূপোর রেকাবী

কখনো আকাশ হয় রক্ষ্মনীল তৃষ্ণার প্রকাশ
মোহময় শূন্যতায় বিদেহীর আত্মা যেন ওড়ে,
অপরূপ যন্ত্রনায় মরে যায় উদার বাতাস
ঈশ্বরের অনুভূতি হৃদযন্ত্রে অনর্থক ঘোরে!

আমারো হৃদয় হয় শূন্য এক রুপোর রেকাবী,
কামনার পদ্ম হয়ে আকাঙক্ষার রক্তে থাকে ভেসে,
কে আর মিটাতে পারে এই রাজভিখারীর দাবী?
রূপোর সে পাত্রটিও একদিন ডুবে যায় শেষে!

রক্তের অতল হতে অবশেষে ঈশ্বর নিজেই
তোলেন সে পাত্রখানি, নিয়ে যান অদৃশ্য তফাতে।
মায়াবী রুমালে মুছে বারবার নিজের হাতেই
বাজান সে পাত্রটিকে, আঙুলের অস্পষ্ট আঘাতে!

কখন যে অশ্রু নামে বিধাতার চোখ হতে, হায়
ফোঁটা ফোঁটা ঝরে পড়ে আমার সে রুপোর বাটিতে!
স্বর্গীয় কান্না সেই ঝরে যায়, পার্থিব হাওয়ায়
মানুষের ধর্মেকর্মে, অন্ধকারে, আলোয় মাটিতে।