বাঁশরী আমার

বাঁশরী আমার হারায়ে গিয়াছে
বালুর চরে,
কেমনে পশিব গোধন লইয়া
গাঁয়ের ঘরে।

কোমল তৃণের পরশ লাগিয়া
চরণে নূপূর পড়িছে খসিয়া,
ফেলিতে এচরণ উঠে না বাজিয়া
তেমন ক’রে-
বাঁশরী আমার হারায়ে গিয়াছে
বালুর চরে।

কোথায় খেলার সাথীরা আমার
কোথায় ধেনু,
সাঁঝের হিয়ায় রঙিয়া উঠিছে
গোখুর-রেণু।

ফোটা সরিষার পাপড়ির ভরে
চোরো মাঠখানি কাঁপে থরে থরে,
সাঁঝের শিশির দুটী পাও ধরে
কাঁদিয়া ঝরে-
বাঁশরী আমার হারায়ে গিয়াছে
বালুর চরে।