বালুচর

( )

এটি পল্লীকবি জসিম উদ্দীন এর কাব্যগ্রন্থ যা ১৯৩০ সালে (মাঘ, ১৩৩৭ বঙ্গাব্দ) কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশনায় ছিলো ডি, এম, লাইব্রেরি, কলকাতা এবং মুদ্রণে ছিলেন শ্রীঅমূল্যচন্দ্র ভট্টাচার্য্য। এই গ্রন্থে উৎসর্গ কবিতাটি সহ মোট ১৮টি কবিতা রয়েছে।