এ-পৃথিবী ঢের দূর

এ-পৃথিবী ঢের দূর হল অগ্রসর
পেল না ক’ তবু সোমরস
তাই আজ কাঠ হয়ে মৃত্তিকার ‘পর
ঘুমাতেছে রানির বয়স

নক্ষত্রেরা সব জ্যোতি করিছে সঞ্চয়
চিতার উপরে তারে রাখ
চক্রবাকী ম’রে গিয়ে গ্যাস হয়
জ্যোৎস্না হয় না ক’।