এখানে নদীর পাশে

এখানে নদীর পাশে বিচরণ করি আমি
হরিণী’ও বিচরণ করে
একটি মৃগের পিছে এক জন বিভোর মানুষ
মানুষের পিছে স্থির জলের ভিতরে
হরিণের মেয়েটির মন্থরতা ক্রমে ধরা পড়ে
উঁচু-উঁচু গাছগুলো চেয়ে থাকে সারা-দিনমান
মানুষ ও মৃগী কবে ফুরায়েছে সময়ের পথে
কত ধানে কত চাল, কত চালে কতখানি ধান
এ-সব একান্ত ক’রে তবুও নদীর জল জানে
উপরের ডাল থেকে ধানের রঙের মতো শালিখেরা ভাবে
শরের ভিতর থেকে চালের রঙের মতো জলকবুতর
সময়ের পথে ঘুরে এক-দিন যখন জুড়াবে
মানুষের খাসা টাক- মৃগী’র মাথার শিং, দ্বিখণ্ডিত খুর
তেরো হাত বিচি বার ক’রে দিয়ে বারো হাত বিমর্ষ কাঁকুড়
যখন সবুজ হয়ে ফুটে র’বে এক বার আমাদের গাছে
তখন মানুষ, মৃগী আবার দাঁড়াবে এই জলের কাছে-কাছে।
তখন তুমি ও আমি আবার দাঁড়াব এই জলের কাছে-কাছে।