আলো দূরে- আরও দূরে

আলো দূরে- আরও দূরে
চ’লে গেছে কোন্ সঙ্গীতে উড়ে-
ভোরের মেঘের দিকে কোন্ আকাশে।
সেখানে চাতকী তার প্রিয়ের পাশে
প্রবাল রঙের ডানা জ্বালে
পৃথিবীর নীল সকালে,
চঞ্চল চেতনার সমুদ্দুরে।
আমার প্রাণের বীণ
তবুও কি আঁধারে অন্তর্লীন!
কেন মনে হয়
বাতাস নিজেরই ব্যথা বয়,
জল সে একাকী কথা কয়
বন্দিনী নদীদের নিয়মে ঘুরে!
হে প্রেম, অমেয় প্রেম, তুমি
সূর্যের মতো আজ লুকায়ে রয়েছ
গ্রহণের লগ্নে তুমিও;
তবু জানি অপরূপ আলোর সাগর স্মরণীয়
র’য়ে গেছে চাতকের কালো চোখে প্রিয়
নভোনীলে চাতকীর চঞ্চল নিঃসৃত সুরে।

রচনাকাল: ১৯৪৭-৪৮ (?)
শারদীয় আজকাল: ১৪০৬