আমরা যাব না আর পথ পথান্তের দিকে

আমরা যাব না আর পথ পথান্তের দিকে মিছে, আহা
সব সময়ের পথ ঘুরে গিয়ে গোল
জ্যোতির চক্রের মতো চ’লে যায় তোমাকেই ঘিরে
আমরা যাব না আর রাতের তিমিরে

তোমার আরশির ভোর বিকেলের চেয়েও সরল
তুমি সেই স্থির পথে রয়ে গেছ আভার মতন
সৈনিকেরা চ’লে গেলে থাকে তবু ঘুঁটির সৈনিক
মোম নিভে গেলে পরে সাদা ধোঁয়া থাকে

সায়েব ও গোলামের রঙে রপ্ত হয়ে থাকে পৃথিবীর তাস
নদী স’রে গেলে তবু থাকে রাজহাঁস
এই সব অসামান্য সহজ বিশ্বাস
গোরু’র দড়ির মতো মানুষের নাকে

যদিও ঘুরায়ে মারে তাকে চির-দিন
সে-সব বেদনা রোজ আমাদের প্রাণে
লেলিহান আলেয়ার মতো এসে জোটে
তবুও তা নিজের কুসংসর্গ থেকে জেগে ওঠে

তোমার মুখের সূর্যালোকের সংস্থানে।