চেয়েছিলে কী জানিতে

চেয়েছিলে কী জানিতে আমার এ-হৃদয়ের কাছে
জেনো তুমি এই কথা আছে-
যত দিন আকাশ মৃত্তিকা আর নক্ষত্র-সাগর
স্থির হয়ে ব’সে আছে সময়ের শরীরের ‘পর
শান্ত হয়ে শুয়ে আছে- চুপ ক’রে ব’সে সেই সান্ত্বনার রব
শোনো তুমি- ভুলে যাও দু’-দিনের রক্ত, কলরব-

ঘুমাতে কোরো না দ্বিধা নিশীথের বালিশে একাকী
যেমন ঘুমায় চিল: বৃহস্পতি নক্ষত্রের পাখি
আঁধারে শিশিরে শুয়ে শান্ত এক দেবতার মতো
এ-সবুজ অবনি তো রক্ত নয়- তুমি জেনেছ তো
আমি- তুমি- দুই জন কোনও এক জ্যোৎস্নার কাননে
নেই আজ?- জ্যোৎস্না তবু থেকে যায় মানুষের মনে

পৃথিবীতে উঁচু-উঁচু তরু আর জ্যোৎস্না আছে ব’লে
স্বপনের উঁচু-উঁচু তরু আর জ্যোৎস্না শেষ হ’লে
সব শেষ হয়ে যাবে সেই দিন তোমার- আমার
চকিত উল্কার মতো অধোমুখী- হিম নাসিকার

হয়ে যাবে সেই দিন- মুঠো-মুঠো মাটি হয়ে যাবে
শেয়ালেরা অন্ধকারে আমাদের শব ছিঁড়ে খাবে।