চন্দ্রমল্লিকা

আমি কুমারী
আমার হৃদয় ফুলের মতো
কোনও এক শেষ বসন্তের নির্জন জ্যোৎস্না-রাতের দেশে
বাঁকা চাঁদ ধীরে-ধীরে ডুবে যাচ্ছে যেন চির-কাল
চির-কাল যেন পাপিয়া গান ক্ষান্ত ক’রে বিদায় নিচ্ছে
কোথাও কোনও শব্দ নেই
জ্যোৎস্না যেন অন্ধকারের মতো
একা, গভীর, জননীহীন ফুলের স্বাদ
কোনও এক নীরব মৃতকে ঘিরে ফুল আমি
থরে-থরে কালো চন্দ্রমল্লিকা
সেখানে জনক নেই, জননী নেই, জীবন নেই
শুধু যুবার মৃত্যু ম্লান জ্যোৎস্না হয়ে আছে
চন্দ্রমল্লিকার করুণ মাংসের অন্ধকারের ভিতর।