ধূসর প্রাসাদ

রাজাদের উঁচু-উঁচু ধূসর প্রাসাদ
রানিদের দীর্ঘ দেহ- কিশোরের মতো
হে আকাশ, কেন তুমি নক্ষত্রের স্বাদ
ইহাদের দিলে না, বল ত

বাদুড়ের মতো কেন হয়ে যায় সব
গ্যাস হয়ে নুয়ে থাকে মাটির গহ্বরে
যে বুঝিতে চায় তারে করে অনুভব
এক-ফেঁটা আধ-ফোঁটা শিশিরের স্বরে।