ডুবারির ছেলেগুলো

ডুবারির ছেলেগুলো শঙ্খ ল’য়ে সমুদ্রের ধারে আজ করিতেছে খেলা
যেইখানে,- একদিন- কত আগে- আমাদের পৃথিবীর স্বচ্ছ এক ভোরে
এই হৃষ্ট শিশুদের মতো এই সাগরের পাশে এসে কোলাহল ক’রে
পৃথিবীর প্রথম মানুষ এক নীল সমুদ্রের সাথে কাটায়েছে বেলা;
প্রথম আকাশ তারে দেখিয়াছে,- হৃদয়ের কাছে তারে পেয়েছে একেলা
প্রথম ঊষার রোদ,- যখন সে এসেছিল প্রথম বিস্তৃত পথ ধ’রে
আমাদের পৃথিবীর,- সহজ ফেনার মতো যখন সে প্রথম সাগরে
উথলিয়া উঠেছিল,- হৃদয় সেদিন তার জেনেছিল এক অবহেলা!

অনায়াস ইচ্ছা কোনও বুকে তার সেইদিন স্ফীত হয়ে উঠেছিল জেগে,
জাগিয়া রহিয়াছিল সেদিন সে এই তৃণতরুদের সচ্ছলতা ল’য়ে,
আমাদের আজিকার পৃথিবীর কোনও স্রোত- প্রতিরোধ যায় নাই লেগে
সেইদিন বুকে তার;- যেই আলো আর যেই অন্ধকার পড়িতেছে ক্ষ’য়ে
আকাশের বুক থেকে- তাহাদের মতো হয়ে- তাহাদের সাথে এক হয়ে
সেদিন সে জেগেছিল সবুজ পৃথিবী- নীল আকাশের মতন আবেগে-।