ঘুমের হাওয়া, ঘুমের আলো (গান)

ঘুমের হাওয়া, ঘুমের আলো
ঘুমের দেশের প্রেম (কী তোমার নাম?)
ওইখানেতে শঙ্খনদীর তীরে তুমি দাঁড়িয়েছিলে নাকি
আমিও এলাম।

আমায় তুমি মেঘের গভীর থেকে ভেবেছিলে
এখনো সেই মেঘ
তোমায় আমায় জড়িয়ে আছে, তবু
এই কি জীবন? জেগে ওঠা?
ভোর? হৃদয়াবেগ?
এই কি তোমার শরীরতীরে পেলাম।

গভীর ঘুমে হৃদয় ছেয়ে আসে
মিনার বাড়ি নগরী রোল যুদ্ধ জনগণ।
পাথর ধোঁয়া ধুলো খড়ের মতো
এখন অচেতন
এই কি জীবন? জেগে থাকা?
অমৃতেরই হাওয়া?
জ্যোতিষ্কদের ঘুম ভাঙানো?
নারীর দ্যাখা পাওয়া?

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]