যদি আমি গেয়ে থাকি

যদি আমি গেয়ে থাকি বাংলার পরিষ্কার আকাশের নক্ষত্রের গান,-
সবুজ শাখার গন্ধ- তাহার পাতার ছায়া- এই তার মাঠের আস্বাদ,
তাহার নদীর জল- ফসল শিশিরে ভেজা- কাস্তের মতো তার চাঁদ
হেমন্তের হাত ধ’রে সন্ধ্যার অন্ধকারে আসিতেছে যখন অঘ্রান
মাঠে-মাঠে,- যখন আঘাত পেয়ে হলুদ পাতার সাথে খ’সে পড়ে ধান
এক খেতে,- তারপর অন্য এক খেতে পেঁচা উড়িতেছে যখন অবাধ,
আমাদের আকাশের এই সব নিঃসঙ্গতা- নিঃশব্দতা- আঘ্রাণের সাধ
সবজীর পরিপূর্ণ ভাঁড়ারের মতো আজ ভ’রে ফেলে যদি এই প্রাণ,-

তাহলে লেগেছে ভালো এই মাঠ, এই নদী- এই নিষ্ক্রিয়তার কথা
সবচেয়ে লাগিয়াছে ভালো আজ;- আজ ওই পরিশুদ্ধ আকাশের দিকে
চেয়ে আছি,- পবিত্র শিশির এই- নক্ষত্রের এই বিশুদ্ধতা
হৃদয়ের শান্তি- স্বপ্ন- অবসর, যাহা শুধু বেঁচে থাকে- যাহা থাকে টিকে
তাহাদের ল’য়ে আমি শান্ত হয়ে জেগে আছি; এই ভোর-পথের স্তব্ধতা
ইহাদের কাছ থেকে কোনও এক নিশ্চয়তা আজ আমি লইতেছি শিখে-।