যুধিষ্ঠির চ’লে গেলে

যুধিষ্ঠির চ’লে গেল অজ্ঞাতবাসের ভীম অর্জুনকে ব’লে:
অন্ধকার লম্বা টেবিলের পাশে হেলে শুয়ে ব’সে আড়া-আড়ি
যারা এই পৃথিবীকে বানায়েছে- পৃথিবীর রাষ্ট্রকে বানাল
বানাবার কাজে তবু তারা সব আদিম আনাড়ি

এক দিন বোঝা যাবে যখন তাদের নিষ্পেষিত
শরীরের পরিচ্ছন্ন মানুষের মতো চুল নখ
এ ছাড়া দেখার মতো কী আর রয়েছে
যখন নিমিত্ত আমি, দ্রষ্টব্য কীচক।