মৃত্যুরে বেসেছি ভালো

মৃত্যুরে বেসেছি ভালো সকলের আগে আমি,- মৃত্যুরে তবুও করে ভয়;
কখন অনেক পথ ঘুরে এসে ক্লান্ত হয়ে তারপর আর একবার
আমার শীতল হাত খুঁজে তুমি- ভুল ক’রে মরণের কাস্তের ধার
হৃদয়ে তুলিয়া লবে;- জেগে আছি তাই আমি,- অন্তরের সকল বিষয়
ছড়ায়ে রেখেছি আজ;- কখন আসিবে তুমি,- কোথায় পায়ের শব্দ হয়,-
অপেক্ষায় ব’সে আছি;- যদিও লেগেছে ভালো মৃত্যু আর মৃত্যুর আঁধার!
ঘুমের সময় তবু সব শেষে,- তার আগে পৃথিবীতে জেগে প্রতীক্ষার
অনেক সময় থাকে,- অনেক আড়ষ্ট রাত তার আগে মাঠে প’ড়ে রয়!

তার আগে আকাশের কাছে ঢের প্রশ্ন থাকে,- নক্ষত্রের সাথে কত কথা
থেকে যায়,- পৃথিবীর পথে-পথে মিছেমিছি হাঁটিবার কত অবসর
প’ড়ে থাকে;- তার আগে মৃত্যু নয়,- কেবল মৃত্যুর মতো এক নিঃশব্দতা
আপনার স্থল খুঁজে চেপে থাকে পথিকের হৃদয়ের ‘পর;
যতদিন জেগে আছি পৃথিবীতে তুমি তবু আসিলে না কেন বলো তো তা,-
তুমি বলিলে না কিছু,- প্রশ্ন করি,- আকাশের নক্ষত্রও দিল না উত্তর!