অনেক ঘুমের মাঝে

অনেক ঘুমের মাঝে যখন শরীর ছেড়ে হৃদয় চ’লে যায় ভেসে
বসন্তের পরিচ্ছন্ন রাতে এক সমুদ্রের ধারের বিদেশে
আমি স্বপ্ন দেখলাম সুস্থ এক মানুষের মতো,-
কে যেন যেতেছে ম’রে- হৃদয়, কোথায় তারে দেখেছ বলো তো?
বুকের উপরে ভিজে কাপড়ের মতো তার মুখখানা- সাদা-
সিন্ধুর ফেনার থেকে কারা তারে করেছে আলাদা!
সমুদ্রের ‘গাল’ তবু তার মাথার চারি পাশে
ভেসে চলেছে যেন সাগরের মতন বাতাসে।
তবুও মরার মুখে যেন ঢের মাছির মতন
কাদের হাতের কাদা নষ্ট ক’রে দিল তার স্তন
মাটির ভিতরে কারা রেখে গেল তারে
সাদা গেলাপের গন্ধ ভাসিতেছে যেখানে আঁধারে
একখানা চেনা মুখ নাই তার শরীরের পাশে
কেউ নাই- মোমের মতন সাদা শরীরের রোম ভালোবাসে
যেইখানে স্বপ্ন তবু নক্ষত্রের মতো মনে হয়
সেইখানে কারে ম’রে যেতে তুমি দেখেছো, হৃদয়!