পৃথিবীর আলো দেখে

পৃথিবীর আলো দেখে দেখার মুহূর্ত থেকে আমি
অপরের কাছে প্রতিশ্রুত হয়ে পাথর হয়েছি
হয়তো খাঁচার সিংহ হলে হওয়া যেত খুব
আমার জীবন নিয়ে তবু হয়ে গেছি

পাথরের মতো আমি- চলি, কথা বলি
নিশির-ডাকের মতো অসৎ আকাঙ্ক্ষা নিয়ে আসি
সহজ সত্যের কাছে সারা-রাত- আমি-
যাকে আমি ঘৃণা করি, তাকে ভালোবাসি

যাকে আমি ভালোবাসি, তাকে ঘৃণা করি বলে
মনে হয়; যাকে আমি মোহ-বশে বধ করি, আহা,
যাকে আমি সেবা করি সারা-দিন ভুলের আলোকে
আয়ন্তু সর্বতঃ স্বাহা।