সমস্ত নক্ষত্র

সমস্ত নক্ষত্র চ’লে গিয়েছে পশ্চিম-সাগরের দিকে
চাঁদের মতো মুখ ডুবে গিয়েছে বিস্মৃতির সমুদ্রে
এই তো এই মাত্র সব ছিল-
ঘুমের ভিতরে অনেক কোলাহল ছিল
কোথায় যেন ধূসর সেতু ছিল অনেক ক্ষণ
তার পর জেগে উঠে দেখলাম পৃথিবীর পথে কোনও পথিক নেই আর
কোথাও কোনও শব্দ নেই
বধির মাকড়সার মতো হৃদয় দিন-রাত্রির সৌন্দর্য বুনে চলেছে
হেমন্তের একাকী পৃথিবীতে
আর সব পশ্চিম-সমুদ্রের দিকে চ’লে গিয়েছে।