মৃত পত্নীর উদ্দেশে


কোথায় রহিলে প্রিয়ে ত্যজিয়া এ অভাগারে!
একাকী এ ধরাতলে
ভাসি সদা অশ্রুজলে
আছি পড়ে এক পাশে অনাহারে অনাদরে!


কত যত্ন করিয়াছ, ভুলিব না এ জীবনে!
সেবি এ চরণ মোর,
রজনী করেছ ভোর
আজি তুমি অভাগারে ভুলে আছ কোন্ প্রাণে?


মুহুর্ত্ত হেরিলে প্রিয়ে বিমলিন এ বদন!
অতি সশঙ্কিত চিতে,
কত কথা জিজ্ঞাসিতে,
প্রেম মাখা আঁখি তব হ’ত অশ্রু প্রস্রবণ!


আজি আমি মৃতপ্রায় রোগে শোকে ঘোর ক্লেশে!
কে জিজ্ঞাসে সেই কথা,
কে বোঝে সে মর্ম্ম্ম ব্যথা,
তুমি তো চলিয়া গেলে নাহি জানি কোন্ দেশে!


তিলেক বিচ্ছেদে তুমি হ’তে পাগলিনী প্রায়!
আজি তুমি চির তরে
কেমনে রয়েছ ছেড়ে?-
এত আশা ভালবাসা কি করে ভুলিলে হায়!


শুনেছি যে দেশে তুমি আছ এবে প্রাণ প্রিয়ে!
মানবের কণ্ঠ-সুর
নাহি যায় ততদূর
এ দীর্ঘ নিশ্বাস মম কে দিবে তোমারে নিয়ে?