ফুরাবে না এই মালা গাঁথা মোর

ফুরাবে না এই মালা গাঁথা মোর
ফুরাবে না এই ফুল
এই হাসি ঐ চাঁপার সুরভি
ভুল নহে, নহে ভুল।।

জানি জানি মোর জীবনের সঞ্চয়
রসঘন মাধুরীতে হবে মধুময়
তবে কেন আমার বকুল কুঞ্জে
বাঁশরি হইল আকুল।।

না- না- না- না।
কৃষ্ণাতিথিতে নাই যদি হাসে চাঁদ
ফুরাবে না মোর পূর্ণ রসের সাধ
যমুনার ঢেউ থাকুক আমার
আমি নাই দেখিলাম কূল।।
না- না- না- না।