মেরাজের কথা শুধুই কারে
নবীজী আর নিরূপ খোদা
মিলিল কি করে।।
নবী কি ছাড়িল আদমতন
কিবা আমরূপ হইল নিরঞ্জন
কে বলিবে সে অন্বেষণ
এই অধীনেরে।।
নয়নে নয়ন বুকে বুক
উভয় মিলে হইল কৌতুক
তবে যে দেখলো না সে রূপ
নবীর নজরে।।
তুণ্ডে তুণ্ড করিল কাহার
সেই কথাটি শুনতে চমৎকার
সিরাজ সাঁই কয় লালন তোমার
বোঝো জ্ঞানদ্বারে।।
(প্রবর্তদেশ)
অধীন: আল, বুদ্ধিহীন, দাসানুদাস।।
তুণ্ডে তুণ্ডু: সর্বাঙ্গ স্পর্শ করা, আলিঙ্গন কর, তন্ন তন্ন করা, ক্ষুদ্রাতিক্ষুদ্র করা।